শোভাযাত্রা সহকারে বিসর্জন করা হল গোবরজনা কালী। মায়ের শেষ দেখা পেতে বিসর্জনের যাত্রাপথে উপচে পরেছিল সাধারণ মানুষের ঢল।
শুক্রবার রাতে গোবরজনা কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়। এরপর মায়ের প্রতিমাকে নিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে কালিন্দ্রী নদিতে এসে উপস্থিত হয়। সেখানে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। এদিন প্রতিমা বিসর্জনে মাকে শেষ বিদায় জানাতে পথের দুই ধারে উপচে পরেছিল প্রচুর মানুষের ভিড়। মায়ের প্রতিমা নিরঞ্জন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী।